|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরণের কোন বিকল্প নেই পাইকগাছা সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এমপি বাবু -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২১
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দেশ জাতির অগ্রগতি ও সমৃদ্ধ জাতি গঠনে নারী জাগরণের কোন বিকল্প নেই। সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বালিকা বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী নারীদের মাঝে প্রশিক্ষণ ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। এমপি বাবু আরো বলেন , বর্তমান নারী বান্ধব সরকার নারীদেরকে প্রশাসন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করেছেন। তারা সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি নারীদেরকে প্রশিক্ষণ কর্মসূচি কাজে লাগানোর আহবান জানান।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপ-পরিচালক হাসনাত হেনা, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিইও নার্গিস ফাতেমা জমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও শরিফুল ইসলাম কাজলের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও মোঃ খালেকুজ্জামান, ফাউন্ডেশনের ইকবাল হোসেন, নিত্যানন্দ রায়, মাসুম হোসেন, যুবলীগ নেতা শামীম সরকার, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শফিকুল ইসলাম, তছলিম হুসাইন তাজ, , ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.