|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জনগনের শোষক নয় সেবক হয়ে কাজ করতে চাই- আনোয়ার হোসেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২১
ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউপি নির্বাচনে ৩ নং (পূর্ব দেবপুর) এলাকা হতে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হয়ে এলাকাবাসির খেদমত করার আত্মপ্রকাশ করেছে আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এলাকার মানুষের ভাগ্যন্নোয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন প্রবাসী এবং জনপ্রতিনিধি না হয়েও এলাকায় অনেক সামাজিক অবকাঠামো উন্নয়নে অনেক অবদান রেখেছেন। মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে অনেক প্রসংশিত হয়েছেন। তিনি ইতিমধ্যে ৩ নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী হিসেবে নমিনেশন দায়ের করছেন।
মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী দৈনিক বাংলার অধিকারকে জানান, বিগত পাঁচ বছরের আমাদের এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নির্বাচিত হলে এলাকাবাসিকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমি উপজেলার অন্যন্য ওয়ার্ড থেকে ৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে দাঁড় করাতে চাই। আমার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য ৩ নং ওয়ার্ডবাসির নিকট দোয়া ও সমর্থন চাই। শোষক নয়, ওয়ার্ডবাসির সেবক হয়ে কাজ করতে চাই।
স্থানীয় ভোটারেরা জানান, তরুন, উদ্যামি, সৎ, নির্ভিক, পরোপকারী আনোয়ার হোসেন চৌধুরী'র কোন বিকল্প নেই। আমরা চাই তরুন সমাজ আসুক। তিনি অবহেলিত এলাকাবাসীর একটি স্বপ্ন।
মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন চৌধুরী ৩ নং ওয়ার্ড পূর্বদেবপুর মধ্যম পাড়ার মরহুম আমিন চৌধুরী'র সুযোগ্য সন্তান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.