|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমাসের মধ্যে নতুন ট্রেন পাচ্ছে নোয়াখালীবাসী, এইচ এম ইব্রাহিম এমপি, নোয়াখালী ১ আসন -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২১
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম জানিয়েছেন, নোয়াখালীবাসী পাচ্ছে নতুন ট্রেন। এছাড়া আগের উপকূল ট্রেনটির সব বগি পরিবর্তন করে নতুন বগি স্থাপন করা হবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (২৬ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় আমার প্রস্তাবের ভিত্তিতে, আমাদের নেতা ওবায়দুল কাদের ভাইয়ের সহযোগিতায়, নোয়াখালীতে নতুন একটি ট্রেন অনুমোদন দেওয়া হয়। আমি আশা করি আগামী দুই মাসের মধ্যে নতুন ট্রেন নোয়াখালীবাসী পাবে। এছাড়া বর্তমানে যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি চলছে, খুব দ্রুত তার নতুন বগি স্থাপনের কাজ শুরু হবে।’
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.