|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম, আলোচনায় সেকেন্দার-আফরোজা দম্পতি -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২১
উত্তরের জেলা কুড়িগ্রামে দুই মাথা বিশিষ্ট একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন আফরোজা বেগম (২১) নামের এক নারী। জানা যায়, আফরোজা বেগম সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাটলারপার এলাকার বাসিন্দা মুদি দোকানদার সেকেন্দার আলীর স্ত্রী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে এই সন্তানের জন্ম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি কুড়িগ্রামে একটি ডায়গনেস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতে পারেন, তার গর্ভে যে সন্তান রয়েছে তা দুই মাথা বিশিষ্ট । পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় । সেখানে সিজারের মাধ্যমে আফরোজা বেগম দুই মাথা বিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম দেন। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে বলে জানা যায় । সেকান্দার আলী (৩২) পেশায় একজন মুদির দোকানি। সেকেন্দার-আফরোজা দম্পতির এটি প্রথম সন্তান।
ওই দম্পতির প্রতিবেশীরা জানান, আফরোজা বেগম (২১) একটি ডায়াগনস্টিক সেন্টারে গর্ভের সন্তান পরীক্ষা করে জানতে পারে তার গর্ভে দুই মাথা বিশিষ্ট বাচ্চা রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম হয়।
শিশু বিশেষজ্ঞদের মতে, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী- কনজয়েন টুইন এর কারনে এমন বাচ্চা ভূমিষ্ট হয়ে থাকে। মায়ের পেটে ভ্রুন অনেক সময় স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি হওয়ার কারনে তা আলাদা হতে পারে না। এ কারনে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এরুপ বাচ্চার জন্য জটিল অস্ত্রপাচারের প্রয়োজন হয়।
মোগলবাসা বাসা ইউনিয়নের ১ নং ওর্য়াডের ইউপি সদস্য মো. আনোয়ারুল ইসলাম জানান, ৬ নং ওর্য়াডের মুদি ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী রংপুর মেডিকেলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক কন্যা সন্তানের জন্ম দেয়, সর্বশেষ পাওয়া তথ্যমতে জেনেছি, তারা মা ও শিশু উভয়ের সুস্থ রয়েছে আমরা সকলে তাদের জন্য দোয়া করি।
এ ব্যাপারে মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরজামাল বাবলু বলেন, ঘটনাটি সত্য, রংপুর মেডিকেলে মা ও শিশু ভালো রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.