|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ায় গাছের সাথে শত্রুতা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২১
কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে শনিবার রাতে অর্ধশতাধিক ফলজ ও বনজ গাছের চারা কর্তন করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শহিদ মোল্লা রবিবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
শহিদ মোল্লা জানান, শনিবার রাতে তার বাগানের বনজ ও ফলেজ বিভিন্ন গাছের চারা শত্রুতাবশত কর্তন করে এতে তার প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করা হয়। ক্ষতিগ্রস্থ পরিবার এমন নিষ্ঠুরতম ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েন এবং দোষীদের খুজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কচুয়া: কচুয়ার মেঘদাইর গ্রামে গাছের চারা কর্তন করে নষ্ট করার দৃশ্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.