|| ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
তাইওয়ানে চীনের হামলা রুখবে যুক্তরাষ্ট্র-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২১
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রয়েছে। কারণ চীন ওই অঞ্চলে নিজের আধিপত্য বিস্তার করে চলেছে।
গতকাল বৃহস্পতিবার জো বাইডেন বলেছেন, বেইজিং থেকে তাইওয়ানের দিকে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক চাপের মুখে তাইওয়ানকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ রয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন আয়োজিত টাউনহলে এক আয়োজনে বাইডেন বলেন, চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বেইজিং থেকে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর অভিযোগ করেছে তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষায় এগিয়ে আসবে। যদিও ওয়াশিংটন আইন অনুসারে তাইওয়ানকে আত্মরক্ষার উপায় বলে দেয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করে আসছে। চীনের আক্রমণের ক্ষেত্রে সামরিকভাবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না, সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছিল না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.