|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ায় দারুল আকরাম মডেল মাদ্রাসায় পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২১
কচুয়া উপজেলার সাচার উত্তর বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী দারুল আকরাম মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরনী সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরনী সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফয়েজের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহেরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাদ্রাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা মনির হোসেন হেলালী।
বক্তব্য রাখেন,পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন,পরিচালক জিয়া উদ্দিন মজুমদার,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,মাদ্রাসার সেক্রেটারী জাকির হোসেন মোল্লা,সহ-সেক্রেটারী মাওলানা গাজী ইমরান,কোষাধ্যক্ষ কামাল হোসেন, মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক মাওলানা হারুনুর রশিদ ও অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কচুয়া: কচুয়ার সাচারে দারুল আকরাম মডেল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.