|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলার সকল বিটে একযোগে সম্প্রীতির সমাবেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২১
আজ বৃহস্পতিবার অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার সকল থানা এলাকার ১১৪ টি বিটে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে একযোগে “সম্প্রীতি সমাবেশ” এর আয়োজন করা হয়।
সদর পৌরসভা পুরান বাজার ১৫ নং বিটে সম্প্রীতি সমাবেশে মাননীয় পুলিশ সুপার মহোদয় যোগদান করেন। চাঁদপুর জেলায় সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধ করার জন্য সর্ব-স্তরের সাধারণ জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান করেন। যেকোনো মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য আহ্বান জানান। কোন অপ্রীতিকর ও উস্কানিমূলক ঘটনা নজরে আসলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা ও চাঁদপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং কোন প্রকার উস্কানিমূলক পোস্ট থেকে বিরত থাকতে বলেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসিফ মহিউদ্দীন (সদর সার্কেল), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব আবু নঈম দুলাল পাটোয়ারীসহ সকল ধর্মের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের মোবাইল নাম্বার (০১৩২০-১১৬৮৯৮)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.