|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সেন্টমার্টিনে পর্যটক পরিবহন বন্ধ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২১
টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের জন্য পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাটে গতকাল মঙ্গলবার সকাল থেকে সেন্টমার্টিনে যাওয়ার জন্য ট্রলারের সন্ধান করছেন পর্যটকেরা।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনদ্বীপে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রশাসন এ ঘোষণা দেয়।
এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে রোববার ও সোমবার দু' দিন নৌ-রুটে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছিলেন। টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাটে ইজারাদারের টোল আদায়কারী ও টেকনাফ- সেন্টমার্টিন নৌ-রুটের সার্ভিস ট্রলার মালিক সমিতির টিকিট বিক্রেতা মো. জোবায়ের বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো টিকিট বিক্রি করা হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.