দেশের শ্রম আইনে গৃহ-ভিত্তিক শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও মর্যাদা প্রদান করাসহ ৮ দফা দাবি জানিয়েছে হোম-বেইজড ওয়ার্কার্স রাইটস নেটওয়ার্ক-বাংলাদেশ।
বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। আন্তর্জাতিক গৃহ-ভিত্তিক শ্রমিক দিবস-২০২১ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়। তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— গৃহ-ভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরী ও শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করা; অবিলম্বে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন ১৭৭ এর প্রতি অনুসমর্থন করা।