|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বহু কারাবন্দিকে মুক্তি দিলো মিয়ানমার জান্তা সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২১
অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে কয়েক’শ বন্দি রাজনীতিককে মুক্তি দিয়েছে মিয়ানমার জান্তা সরকার।
একটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সেখানে জানানো হয়েছে, ইয়াঙ্গুন প্রদেশের ইনসিন কারাগার থেকে ৬৪৭ জনকে এবং মানদালার কারাগার থেকে ৮০ জন বন্দিকে মুক্তি দিয়েছে জান্তা। এছাড়া মুক্তির জন্য বর্তমানে আদালতে আইনি লড়াই লড়ছেন, এমন আরও ৪ হাজার ৩২০ জনকে শিগগিরই মুক্তি দেয়া হবে। এ নিয়ে গত সোমবার (১৮ অক্টোবর) ঘোষণা আসে জান্তার পক্ষ থেকে। সেখানে বলা হয়, গত ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের সময় জান্তা দ্বারা গ্রেফতারকৃত ৪ হাজার ৬০০ জনকে বেকসুর খালাস দেয়া হবে।
তবে তার আগে, ভবিষ্যতে কোনও ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডে তারা অংশ নেবে না, এমন প্রতিজ্ঞা করে একটি একটি বন্ডে স্বাক্ষর করতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.