শিক্ষার্থী ভর্তিতে এবার প্রাক-নির্বাচনি পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টা প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুয়েট কর্তৃপক্ষ জানায়, কারোনার কারণে ২০২০ সালে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি।
পরীক্ষার বিষয়ে বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার সাংবাদিকদের বলেন, ‘কোভিড চলে গেলেও দুই লেয়ারের ভর্তি পরীক্ষা চলবে। যারা টিকা নেয়নি তাদের ১৩ নভেম্বরের পর স্পেশাল ব্যবস্থাপনায় টিকা দেওয়া হবে।১৩ নভেম্বরের পর ৪ সপ্তাহের মধ্যে টিকা দেওয়া হলে হল খোলা হবে। এরপর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে।’