|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জানিয়েছে:জাতিসংঘ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২১
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো।
সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যে হামলা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই প্রতিনিধি।
বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের মধ্যে প্রথম তিনিই এ ঘটনায় প্রতিক্রিয়া দিলেন। আজ সোমবার সন্ধ্যায় মিয়া সাপ্পো টুইট করেন। এতেই তিনি সরকারের কাছে এই আহ্বান জানান।
তিনি লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সম্প্রতি যে হামলা হয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাপ্রসূত বক্তব্যের ফল, যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থি এই সমস্যা সবসময়ই চলছে।
এই ধারা বন্ধ করা উচিত। তার ভাষায়, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানোর পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাই সরকারের কাছে।
মিয়া সাপ্পো আরো লিখেছেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রচেষ্টায় যুক্ত হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.