বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া তিন শতাধিক পর্যটক ঝুঁকি নিয়ে টেকনাফ ফিরছে।
আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে ট্রলারে করে ঝুঁকি নিয়ে টেকনাফ ফিরছে এসব পর্যটক। জানা গেছে, তাদের অনেকেই লাইফ জ্যাকেট পরিহিত ছিল।
এছাড়াও ধারণ ক্ষমতার অধিক যাত্রী ট্রলারে তোলা হয়েছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস। এ কারণে টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। আজ মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রলারে করে টেকনাফে উদ্দেশে রওনা দেন আটকেপড়া পর্যটক। যাদের দুপুর ১টার দিকে টেকনাফ পৌছার কথা রয়েছে।