|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না: বিদ্যা সিনহা মিম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২১
গত রবিবার (১৭ অক্টোবর) রাতে রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ১৫-২০টি বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
পূজামণ্ডপে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের দাবি এবং সম্প্রীতির বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ দুপুরে মিম লিখেছেন, কোনো ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না।
তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আরও একটা কথা, দেশটা যদি আমাদের সবার হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই সংখ্যাগরিষ্ঠ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.