|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় শেখ রাসেলের জন্মদিবসে চেক ও পুরস্কার বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে চেক ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি বলেন, শিশু শেখ রাসেলকে যারা হত্যা করেছে তারা পাষন্ড। শেখ রাসেল বেচেঁ থাকলে আজ দেশ পরিচালনায় ভালো ভূমিকা রাখতেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপাইরভাইজার মো. সোহেল রানার পরিচালনায় এসময় উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি, উপজেলা তথ্য অফিসার মোশারফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ১৭জন প্রতিবন্ধীদের মাঝে চেক ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কচুয়া: কচুয়ায় শেখ রাসেলের জন্মদিন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.