|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাকরিপ্রত্যাশীরা প্রতারক চক্রকে ধরিয়ে দিলেন ৯৯৯-এ কল করে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২১
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মিরপুর ১২ নম্বরের ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ডিওএইচএস অ্যাভিনিউ ২-এর ১২ নম্বর রোডের ৮৮৯ নম্বর বাড়িতে ‘আনোয়ার সিকিউরিটিজ অ্যান্ড লজিস্টিক সার্ভিস লিমিট্ডে নামে একটি অফিস খুলে প্রতারণা করে আসছিল ওই চক্রটি। এ সময় তাদের কাছ থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৮০টি চাকরির আবেদন ফরম ও নিয়োগের ৫০টি খালি ফরম জব্দ করা হয়।
ঢাকার মিরপুরের পল্লবীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রকে ধরিয়ে দিলেন ভুক্তভোগী চাকরিপ্রত্যাশীরা।
মামলার আসামিরা হলেন— মনিরুল ইসলাম, জীবন আহম্মদ, জান্নাত ইসলাম সাথী, জাহেদুল ইসলাম ও ছাব্বির আহমেদ। পল্লবী থানার এসআই সজিব খান বলেন, বিভিন্ন গ্রাম ও জেলাভিত্তিক নিয়োগের কথা বলে চক্রটি অনলাইনে বিজ্ঞাপন দিত। করির সন্ধানে চক্রটির অফিসে এসে প্রতারিত হতেন চাকরিপ্রত্যাশীরা। আমরা ১৭ জন ভিকটিমকে উদ্ধার
করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.