|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া সমিতি বাজার মহাসড়কে লরীর ধাক্কায় ৩ পথচারি নিহত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২১
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর ছাগলনাইয়া সমিতি বাজার নামক স্থানে চট্রগ্রাম থেকে ঢাকাগামী লরীর ধাক্কায় ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন নিহত হয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় সমিতি বাজার বিসিক শিল্প নগরী এলাকা ক্যাঙ্গারু জুতার ফ্যাক্টরি থেকে পাঁচজন নিম্ম মজুরির শ্রমিক সমিতি বাজার রাস্তার পাশ দিয়ে আসার সময় লরীটি এসে স্বজোরে ধাক্কায় দেয়। এসময় ঘটনাস্থলে মোশারফ হোসেন (২২) ও জহিরুল ইসলাম (৪৫) নামে দুই জন শ্রমিক নিহত হয়। বারৈয়ারহাট কম্পোট হাসপাতালে নেওয়ার সময় সাজু (১৮) নামে আরেক শ্রমিক নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় সাকিবকে (২১) চট্রগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট কম্পোট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি জামালপুর জেলা বলে জানাযায়। উপস্থিত আমজনতার হাতে লরীটির চালক মহিউদ্দিন আটক হন পরে পুলিশে সোর্পদ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে ফাজিলপু (মুহুরিগন্জ) হাইওয়ে ইনচার্জ মনিরুল ইসলাম দৈনিক বাংলার অধিকারকে জানান, তিনজন নিহত হয় ও লরীটি সহ চালককে আটক করা হয়। ঘটনার দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.