|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সকল ধর্মই সৃষ্টির কল্যাণের কথা বলে : সুজিত রায় নন্দী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২১
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, সকল ধর্মই সৃষ্টির কল্যাণের কথা বলে। সত্যকে গ্রহণ করে অসত্যকে বর্জন করার কথা বলে। পরার্থে নিজেকে বিলীন করার কথা বলে। কোনো ধর্মই উগ্রতাকে প্রশ্রয় দেয় না।
কিছু উগ্র ব্যক্তি আছে যারা নিজেদের মতো করে আলাদা ধর্ম রচনা করে। সে ধর্ম দিয়ে সমাজে সম্প্রীতি নষ্ট করে, মানবতার জয়গানে বিঘ্ন সৃষ্টি করে। তারা মানবতার শত্রু, অসাম্প্রদায়িকতার শত্রু। এরা অস্তিত্বের উৎসমূলে আঘাত করে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করে,
এদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে উলন দাসপাড়ার আয়োজনে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ চাঁদপুরে অসহায়দের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ কথা রয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী আজ চাঁদপুরে আসছেন বলে দৈনিক বাংলার অধিকারকে জানিয়েছেন।
আরও জানান সকাল ১০ চাঁদপুরে আসার কথা রয়েছে।
হাতিরঝিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের সভাপতি নিতীশ দাসের সভাপতিত্বে মন্দিরের প্রধান উপদেষ্টা সুধীর চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজিত রায় নন্দীর সহধর্মিণী মনি দীপা রায় চৌধুরী।
আরও বক্তব্য রাখেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, বি-আর পাওয়ারজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুজ্জামান, ডিএনসিসি ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম বাসেক ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.