|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ দেশের সব সোনার দোকান বন্ধ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২১
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে আজ বুধবার সারা দেশে সোনার দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পূজার দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.