|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারীর (৯২) কে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার ৯টায় মরহুমের নিজ গ্রাম নলুয়া গ্রামে জানাযা শেষে পারিবারিবক কবরস্থানে দাফন করা হয়। তিনি সোমবার দুপুর ২টায় দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না.....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহীদের রেখে যান।
জানাযার পূর্বে মরহুমের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও তাছাদ্দেক হোসেন মোহন প্রমুখ।
ছবি: কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মিলিটারীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.