|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে খাল থেকে লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২১
সোমবার (১১ অক্টোবর) বিকেলে শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের খাল থেকে অসিম (৩৫) নামের মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত অসিম শহরের কোড়ালিয়া এলাকার মানিকের ছেলে। সে শহরের পালবাজারের মানিক রেস্টুরেন্ট পরিচালনা করতো। তার স্ত্রী নেই, বর্তমানে দুটি সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ষোলঘর এলাকার সদর উপজেলা পরিষদের সম্মূখে সরকারী খালে লাশটি ভাসতে দেখা যায়।
পরে চাঁদপুর সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে এসে লাশটি খালের পাড়ে নিয়ে আসে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভীড় করে।
এতে করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কিছুটা যান চলাচলে বিঘ্ন ঘটে।
নিহতের ভাই রিপন দৈনিক বাংলার অধিকার কে জানান, রোববার রাতে টাকা পয়সা নিয়ে মোবাইল বাসায় রেখে ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আমার ভাইয়ের হদিস পাওয়া যায়নি।
ঘটনার পরপর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ দৈনিক বাংলার অধিকার কে জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.