|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
গোমস্তাপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা…. আওয়ামী লীগ নেতা- মিঠু- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠু। রোববার বিকেলে গোমস্তাপুর বাজার চত্বরে এক গণজমায়েতে এ ঘোষণা দেন তিনি। এসময় মিঠু বলেন, আমার দির্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে অনেক চরাই ইৎরায় পার করে সাধারণ মানুষের কাধে কাধ মিলিয়ে সমাজের জন্য দলের জন্য নিরলস কাজ করে গেছি।আমার বিশ্বাস ছিলো আগামী নির্বাচনে দলিও কর্মকাণ্ডের ভিত্তিতে দলিও মনোনয়ন পাবো কিন্তু অদৃশ্য কালো ছায়ায় আমি মনোনয়ন পেলামনা।
দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের ফলে জনসাধারণের সাথে আমার এক ভালোবাসার আত্বিক বন্ধন তৈরি হয়েছে। তাই জনগণের অনুরোধ ও প্রবল চাপে পড়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমি স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করছি।
গণ জমায়েতে সভাপতিত্ব করেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম ভুলু।
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তোফাজ্জল হক আজম, শম্ভু কুমার, ইমামুল মুরসালীন পিকু প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.