|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আম্বানি, হলেন ১০০ বিলিয়ন ডলার ক্লাবের সদস্য-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২১
এশিয়ার ধনীতম মুকেশ আম্বানি। এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের মুকুটে এবার নয়া পালক।
সদস্য হলেন জেফ বেজোস, এলন মাস্কের মতো ১০০ বিলিয়ন ডলার ক্লাবের। তারও সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়াল। গতকাল শুক্রবার এই নতুন নজির গড়েন তিনি।
‘ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স’-এর পরিসংখ্যান অনুযায়ী এ মুহূর্তে তার মোট সম্পত্তির পরিমাণ ১০০.৬ বিলিয়ন ডলার। চলতি বছর তার সম্পত্তি বেড়েছে ২৩.৮ বিলিয়ন ডলার। নিজের সম্পদের পরিমাণে নতুন মাইলফলক ছুঁলেন তিনি।
৬৪ বছরের মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য সাম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গেও যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার আয় করে আম্বানির সংস্থা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.