|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হাসপাতালে ভর্তি আরও ১৯৭ ডেঙ্গু রোগী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ অক্টোবর, ২০২১
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৯৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৫১ জন। ৪৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ সময় মারা গেছেন আরও দু'জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ১৩৩ জন। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ১৫৯ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯০১ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৩১ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৭৩ জন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.