|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইল জেলায় ১২২৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২১
টাঙ্গাইলে এবছর ১ হাজার ২২৬ মণ্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পুজাকমিটি। পূজা মন্ডপে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে প্রায় ৮শত পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এবং প্রতিবারের ন্যায় এবারও উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে বেশির ভাগ পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে স্বাজ স্বজ্জা। আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে আজ দুপুরে টাঙ্গাইল জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের তরফ থেকে বলা হয়েছে সকল ধরনের সমস্যা সমাধানে তারা পুজোর আগের দিন থেকেই মাঠে থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.