|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনে বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ অক্টোবর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় ভূমিহীন ও গৃহহীন পুর্নবাসনের জন্য জমি সংস্থানের নিমিত্তে বিভিন্ন ইউনিয়নে বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করা হয়েছে। রবিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ উপজেলার সাচার,পাথৈর,কড়ইয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে ভরাটকৃত জমির মালিকদের সাথে সরকারি ন্যায্য মূল্যে জমি ক্রয়ের বিষয়ে আলাপ-আলোচনা করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তারই আলোকে কচুয়ায় গৃহহীনদের পুর্নবাসনের জন্য নতুন করে আরো ৭০টি ভূমিহীনদের বাসস্থান নির্মানের জন্য ভরাটকৃত বিক্রয়যোগ্য জমির স্থান পরিদর্শন করা হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান,ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন,পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, সার্ভেয়ার তানিয়া আক্তার,সাচার ইউপি ভূমি কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোহাগ,ইউপি সদস্য গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
কচুয়া: কচুয়ায় ভূমিহীন ও গৃহহীন পুর্নবাসনের জন্য জমি সংস্থানের নিমিত্তে বিভিন্ন ইউনিয়নে বিক্রয়যোগ্য জমি পরিদর্শন করছেন ইউএনও দীপায়ণ দাস শুভ সহ অন্যরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.