মুন্সিগঞ্জের সিরাজদিখানের কোলা ইউনিয়ন এর ওয়ার্ড এর রক্ষিৎপাড়ায় বৃক্ষ রোপন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার সময় কোলা ইউনিয়ন পরিষদের ৬নং ইউপি সদস্য মিরাজ শেখ এর উদ্যোগে ও রক্ষিৎ পাড়া সুন্নীযুব সমাজ এর আয়োজনে রক্ষিৎপাড়া খেলার মাঠ সংলগ্ন রাস্তার পাশে এ বৃক্ষ রোপন করা হয়।
প্রায় ৫০টি তালগাছ এর চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলো কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জিন্নাহ, কোলা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক রুহুল ঢ়ালী,উত্তর রক্ষিৎপাড়া মসজিদ এর সভাপতি বারেক শেখ,কোলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃরনি প্রমুখ।