|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ময়মনসিংহের ৩ সাংবাদিক পেলেন কবি নজরুল স্মৃতি সম্মাননা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২১
ময়মনসিংহের কৃতি তিন সাংবাদিক নেতা সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জাতীয় স্বাধীনতা সংসদের পক্ষ থেকে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা-২০২১ ভূষিত হয়েছেন।
সাংবাদিক নেতারা হলেন, নান্দাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এনামুল হক বাবুল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর ত্রিশাল প্রতিনিধি খুরশেদুল আলম মুজিব, নান্দাইল প্রেসক্লাবের সহ সভাপতি ও হক ফাতেমা পাঠাগারের সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম।
গত সোমবার রাতে ঢাকাস্থ নয়াপল্টন নোয়াখালী ক্লাবের ঢাকা লিমিটেড হলরোমে জাতীয় স্বাধীনতা সংসদ আয়োজনে কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা -২০২১ এর আলোচনা সভা, পদক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা -২০২১ তুলে দেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাষ্টি বোর্ডের উপদেষ্টা ড. আ ন ম মেশকাত উদ্দিন, জাতীয় স্বাধীনতা সংসদের নির্বাহী সম্পাদক শহীল্লাহ প্রিন্স, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কবি হাসিনা মমতাজ,বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল প্রমুখ।
উল্লেখ্য, নান্দাইল উপজেলায় নারী সাংবাদিক হিসাবে ইসমত আরা বেগম সর্বপ্রথম এমন সম্মাননা পদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.