|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে হিফজ্ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও খাবার বিতরণ- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে হিফজ্ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং ১৬০ জন হিফজ্ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।
আজ (৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার কুড়িগ্রামের মোহাম্মাদীয়া জামীয়া মাদরাসায় জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে হিফজ্ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। এরপর ১৬০ জন হিফজ্ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন জেলা ছাত্রলীগ।
এ সময় অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ নূর-বখ্ত, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিকুল ইসলাম টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকসহ ছাত্রলীগ নেতা সোলাইমান গাদ্দাফি, উৎস, আকাশ, বিন্দু, পলক, হারুন, আরিফ, বিদ্যুৎ, শরিফ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.