|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৩ কোটি ৩৫ লাখের বেশি মানুষ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। এই মহামারীতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৭৭ হাজারের বেশি মানুষের।
প্রায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩৫ লাখের বেশি মানুষ। এর মাঝে খবর হচ্ছে ইতোমধ্যে ২১ কোটির বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৭ লাখ ৭৭ হাজার ৮২১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সারাবিশ্বের ২৩ কোটি ৩৫ লাখ ২২ হাজার ১৫২ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৩ লাখ ৩১ হাজার ৮৬০ জন সুস্থ হয়ে উঠেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.