|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে প্রধামন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা, বাংলার গনমানুষের নন্দিত ও ভিশনারী নেতা জননেত্রী ৭৫তম জন্মদিন উপলক্ষে, শেখ হাসিনার ভিশন-৪১, উন্নত-ধনী দেশে রূপান্তর করনীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে আইডিইবি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মো. খবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুকর কিউবেটর মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারন সম্পাদক ও কচুয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন, আইডিবিই’র সভাপতি ইঞ্জি. একেএমএ হামিদ। পরে মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম,বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.