|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মা-মনি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
ছাগলনাইয়া মা-মনি এমএনসিএসপি’র উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রের তথ্যভিত্তিক অবস্থা বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট হোল্ডারদের অংশগ্রহণের মাধ্যমে বিকেন্দ্রীভূত উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও মা-মনি প্রকল্পের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স এর সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন রানা'র সভাপতিত্বে ও উপজেলা মা-মনি প্রকল্পের সমন্বয়ক আলতাফ হোসেন'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, মহিলা কর্মকর্তা মোমেনা বেগম, জেলা সমন্বয়ক মোঃ এন্তাজ উদ্দিন।
কর্মশালায় স্বাস্থ্য কেন্দ্রের সেবা প্রদানকারীদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিক সাব্বির, ডাঃ শামিমা, সহকারী পঃ পঃ কর্মকর্তা ডাঃ জহিরুল হুদা সহ কর্মরত নার্স সদস্য।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.