|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার রহিমানগর বাজারে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্ছেদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা হয়। উচ্ছেদকৃত ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলো হচ্ছে, রাজ হোটেল,ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিট,আলামিন সুপার মার্কেট,জে.কে শপিং সেন্টার ও আলপনা টেইলার্স।
উচ্ছেদ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাছান জানান, জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত জায়গা লীজ গ্রহনের পর শর্ত ভঙ্গ করে দ্বিতল ভবন ও ছাদ নির্মান করার অভিযোগে ব্যবসায়ীদের কে ২০১৬ সালে কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়। উপযুক্ত কারন দর্শানোর জবাব দিতে ব্যর্থ হওয়ায় জেলা পরিষদ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রায়ের অনুসারে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ রাজ হোটেলের মালিক আনোয়া উল্যাহ ও ইসলামিয়া হোটেল এন্ড সুইটমিটের মালিক মরহুম খলিলুর রহমানের পুত্র শাহজাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১৬ সালে ছাদ নির্মানের বিষয়ে আমাদেরকে নোটিশ দেয়া হলেও পরবর্তীতে আর কোনো নোটিশ দেয়া হয়নি। জেলা পরিষদের জায়গায় লীজ নিয়ে ২০১০ সালে এ বাজারের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দ্বিতল ও ত্রিতল হিসেবে নির্মান করে ব্যবসায় কার্য পরিচালনা করে আসছে। ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অদ্যাবধি কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আমাদের প্রতিষ্ঠান গুলো উচ্ছেদ করে আমাদের প্রতি জুলুম করা হয়েছে। তারা ছাদ নির্মান প্রসঙ্গে বলেন, রহিমানগর বাজারে প্রায়ই ডাকাতি,অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে। ডাকাতি ও অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেতে ছাদ নির্মান করা হয়েছে। আমাদেরকে যদি উচ্ছেদের পূর্বে নোটিশ প্রদান করা হতো তাহলে আমরা এতো বড় ক্ষতির শিকার হতাম না।
কচুয়া: কচুয়ার রহিমানগর বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠান উচ্ছেদের একাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.