|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতের অনুমতির অপেক্ষায় শাহজালালের পিসিআর ল্যাব-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২১
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, শাহজালাল বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হবে আরব আমিরাতের অনুমোদনের পর।
বিমানবন্দরে যে ছয় প্রতিষ্ঠানের ল্যাব আছে, এগুলোর মধ্যে শুধু একটি ল্যাবের অনুমোদন দিয়েছে আরব আমিরাত।
বাকি ৫টির অনুমোদন এখনো মেলেনি। এই অবস্থায় আরব আমিরাত ফেরত যাত্রীদের ফ্লাইট নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বেবিচক চেয়ারম্যান জানান, যদি মঙ্গলবার রাতের মধ্যে ল্যাবের অনুমোদন পাওয়া যায় তাহলে ফ্লাইট চলাচল শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত আর বিশেষ ফ্লাইটের অনুমোদন দেব না। আমরা চাচ্ছি, স্বাস্থ্য অধিদপ্তর বিমানবন্দরে যে ল্যাবটি বসিয়েছে, এটা যেন ব্যবহার করে যাত্রীরা যেতে পারেন। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.