|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় জাসদের উদ্যোগে শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন পালিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২১
ছাগলনাইয়া উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় অনন্য প্রধানমন্ত্রী ও আ'লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেককাটা আয়োজন করা হয়েছে। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব ফেনী১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি'র পৌরসভার পূর্ব ছাগলনাইয়া নিজ বাসভবনে বঙ্গবন্ধুর কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেককাটা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেককাটা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, জেলা জাসদের দপ্তর সম্পাদক শিপন হাজারী, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার ভূইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি দুলাল বৈদ্য, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, পরশুরাম উপজেলা জাসদের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি তসলিম আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা আ'লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রউফ ভুঁইয়া, সাংবাদিক নুুুুুসরাত চৌধুরী, উপজেলা জাসদের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি কেক কেটে উপস্থিত নেতাকর্মীদের মাঝে একে অপরের মুখে তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন এবং উনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.