|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় আ’লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেককাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২১
ছাগলনাইয়া উপজেলা আ'লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্য স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় অনন্য প্রধানমন্ত্রী ও আ'লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেককাটা ও মিলাদ মাহফিল'র আয়োজন করা হয়েছে।
১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আ'লীগের দলীয় কার্য্যলয়ে বঙ্গবন্ধুর কন্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেককাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কেককাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপজেলা আ'লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার'র সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব'র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল)। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আ'লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল, প্রচার সম্পাদক মীর কাশেম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রউফ ভুঁইয়া, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।
উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতাউল্যাহ্ সিফাত'র পরিচালনায় শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সহ পৌর কাউন্সিলর ও গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.