|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন এর আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর সহযোগিতা বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা দুপুর ১২ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২১ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকের হোসেন'র সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক এইচএম মোয়াজ্জেম হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ইনস্ট্রাক্টর মোঃ মোস্তফা কামাল ও ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। বিজ্ঞান বিষয়ক কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রসাশনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.