|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় কিশোর গ্যাং উঠার কোন সুযোগ নেই আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম'র সভাপতিত্বেে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম. মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী।
পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা, উপজেলায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, চুরি, ডাকাতি, চোরাকারবারি, কিশোর গ্যাং ও সরকারী জায়গা দখল করার মহোৎসব নিয়ে উপস্থিত বিভিন্ন মহল থেকে উপস্থাপন করা হয়।
মাসিক আইনশৃংখলা কমিটির সভার প্রধান অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ছাগলনাইয়া উপজেলা সাড়ে তিন লক্ষ মানুষদের নিরাপদ রাখতে যাহা কিছু করার প্রয়োজন তাহাই করা হবে। করোনাকালিন স্কুল কলেজ বন্ধ থাকায় কিশোর গ্যাং উৎপত্তি বেড়ে গেলেও বর্তমানে অনেক কমে গেছে একমাত্র আইনশৃংখলা বাহিনীর তৎপরতায়। তিনি আরো জানান, উপজেলা কোন ধরনের মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম ও কিশোর গ্যাং এর উৎপত্তি সমূলে বিনাশ করে একটা আধুনিক উপজেলা পরিনত করতে আমরা বদ্ধপরিকর। এতে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক মাহবুব, শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মমিন, মহিলা কর্মকর্তা মোমেনা বেগম, শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক ডাঃ সাফিক সাব্বির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ সহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.