|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুর পৌর-বাসষ্টেশন সংলগ্ন রাস্তার দক্ষিণ পার্শ্বে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্ত্বে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মহোদয়।
জনগণ ও পুলিশ সদস্যদের প্রতি মাননীয় ডিআইজি মহোদয় জানান, জরিমানা করা পুলিশের উদ্দেশ্যে নয়, সাধারণ জনগণকে শৃংখলায় ফিরিয়ে আনা বাংলাদেশ পুলিশের লক্ষ্য।
নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকল্পে ট্রাফিক আইন অমান্যকারীদের ই-ট্রাফিক প্রসিকিউশন এন্ড ফাইন্ড ম্যানেজমেন্ট সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক জরিমানা করার মধ্যে দিয়ে চাঁদপুর জেলায় ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় ডিআইজি, চট্টগ্রাম মহোদয়।
এসময় সাধারণ জনগণ, পরিবহন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.