|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রফিকুল ইসলাম রনি তাঁর কর্মের কারনে যুগযুগ ধরে কচুয়াবাসীর অন্তরে স্মরনীয় থাকবেন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২১
কচুয়ার সাবেক জনপ্রিয় ও কনিষ্ঠ সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনি’র ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কচুয়া পৌর বাজারস্থ রেদোয়ান হোটেল সংলগ্ন ‘কচুয়া অ্যাড মিডিয়া সেন্টারে’ রফিকুল ইসলাম রনি’র স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় দোয়া-মাহফিল ও স্মরন সভার আয়োজন করা হয়।
কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন শাহাদাত,সহ-সভাপতি আমির হোসেন মজুমদার,সদস্য কবি আলী আক্কাছ তালুকদার,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা,ক্রীড়া বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব,সাংবাদিক মেহেদী হাসান সাকিব,আলোর মশালের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সুমন ও সমাজকর্মী ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মরহুম রফিকুল ইসলাম রনি’র স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজী ও মরহুম রনি ভক্ত সাংবাদিক জিসান আহমেদ নান্নু।
এসময় মুৃক্তিযোদ্ধাসহ সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মরহুম রফিকুল ইসলাম রনি কম বয়সে তাঁর জনপ্রিয়তার কারনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি হ্যামিলেয়নের বাশিঁওয়ালার মতো কথার যাদুকর ছিলেন। তাঁর কথা ও সু-মধুর বক্তব্যের কারনে তৎকালীন সময়ে হাজারো মানুষ তাঁর ভক্ত হয়ে পড়েন। তিনি যেখানে যেতেন জনসমুদ্রে রূপান্তর হতো। তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে কচুয়ার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন। তাঁর এসব কৃতিত্বের কারনে যুগযুগ ধরে কচুয়ার মানুষ তাঁকে স্মরন করে রাখবেন। আমরা এমন একজন গুনী মানুষের মৃত্যুতে তাঁর জান্নাতময়ী জীবন কামনা করি। তিনি বেচেঁ থাকলে কচুয়াবাসীর কল্যাণে তথা তাঁর নিজেকে অনেক দূর এগিয়ে নিতেন। এসময় বক্তারা ভবিষ্যতে গুনীজনের উপস্থিতিতে মরহুম রফিকুল ইসলাম রনি’র স্মরন সভা ব্যাপক পরিসরে করার জোরদাবি জানান।
কচুয়া: কচুয়ায় মরহুম রফিকুল ইসলাম রনি’র স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.