|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার কপিলমুনি ডাকাত ধরে গণধোলাই পুলিশে দিলেন এলাকাবাসী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১
খুলনার পাইকগাছা থানার অন্তর্গত কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে ডাকাত আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী জানায়, বুধবার আনুমানিক রাত ৮টার দিকে
উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাসিরপুর গ্রামে আমির আলী শেখের সুপারি বাগানে পরিকল্পনা করার সময় এলাকাবাসী জানতে পেরে ধাওয়া দিলে পালিয়ে যাবার সময় ডাকাত দলের একজনকে রেজাকপুর বায়তুল মোকারম মসজিদের পাশ থেকে আটক করে। এসময় উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে নিয়ে যায়।সে নড়াইল জেলার কালিয়া থানার কালডাংগা গ্রামের মৃত উকিল বেগের ছেলে মিলন বেগ( ৪১) ।বাকি ডাকাত সদস্যরা পালিয়ে যায়। সে বহুদিন ধরে পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাড়াটিয়া থেকে বিভিন্ন স্থানে ডাকাতি করছে বলে পুলিশ জানায়। ওসি এজাজ শফী জানান সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। তার নামে কালিয়া থানায় অস্ত্র ও মাদকসহ ৬ টি মামলা রয়েছে। আইনে প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.