|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় সমাজসেবা কর্মকর্তা হিসেবে নাহিদ ইসলামের যোগদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে মো. নাহিদ ইসলামের যোগদান করেছেন। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নতুন এ কর্মস্থল কচুয়া উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক পিরোজপুর মঠবাড়িয়া শাখা কর্মরত ছিলেন। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় পরিচালিত ঢাকা বিশ^বিদ্যালয় প্রজেক্টে (ইট-ভাটা) কর্মরত ছিলেন। ৩৮তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে উত্তীর্ন হওয়ায় মো. নাহিদ ইসলাম কচুয়া সমাজসেবা কর্মকর্তা হিসেবে সর্বপ্রথম তাঁর সরকারি কর্মস্থল হিসেবে যোগদান করেন। মো. নাহিদ ইসলাম জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাহির রয়েডা গ্রামে। তার গর্বিত বাবা বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জব্বার।
এদিকে কচুয়া উপজেলা নব যোগদানকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম কচুয়াবাসীকে সরকারি বিভিন্ন সেবা প্রদানে ও কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.