|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে- গাড়ি থেকে গাঁজাসহ আটক -২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২১
ভুরুঙ্গামারী,কুড়িগ্রাম হয়ে খুলনা ও মংলা গামী ''জামান পরিবহনের একটি চেয়ার কোচ থেকে দেড় কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম জেলা সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের অন্তর্গত মধ্য কোমরপুরে , পল্লী বিদ্যুৎ অফিসের নিকটবর্তী সাধুর ধাম মন্দির আশ্রম সংলগ্ন স্থানে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা খুলনা ও মংলা গামী জামান পরিবহনের গাড়িটিকে থামার সংকেত দিয়ে আটক করে সেখানে আগে থেকে অপেক্ষা করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। তল্লাশিকালে বাসে থাকা এফ-৩ ও ৪ সিটের যাত্রীদের সন্দেহ হলে তাদের ব্যাগ দেখাতে বলা হয়, তারা ঐ সিটে বসলেও সেই সিটের আশেপাশে কেবিনে বা বাংকারে গাঁজাসহ ব্যাগ না রেখে বি-৩ ও ৪ সিটের উপরে ব্যাগ রাখার স্থানে তাদের ব্যাগ রেখেছিল। তাৎক্ষণিক ডিউটি অফিসার পরিদর্শক তরুণ কুমার ব্যস্ত থাকায় সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে তিনি জানান সম্ভবত দেড় কেজির মত গাঁজা পাওয়া গেছে এবং বিস্তারিত জানতে পরে যোগাযোগ করতে বলেন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঐ দুটি সিট বুকিং দিয়েছিল ফয়সাল নামে তাদেরই একজন, ভুরুঙ্গামারী কাউন্টার ও বাসের সুপারভাইজার সুবাস এর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, তাদের উভয়ের বাসা যশোরের নওয়াপাড়ায়, এবং তারা আরো বলেন, খুব সম্ভবত সোনাহাট স্থলবন্দরে সীমান্ত দিয়ে তারা মাদক আনা-নেয়া করছিলেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম পরিদর্শক তরুণ কুমার তিনি ঘটনাস্থলে ছিলেন, তার সাথে পরে যোগাযোগের জন্য মোবাইল ফোনে কয়েকবার ফোন দেওয়ার পরেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার জনাব মাজেদ এবং সদর থানার অফিসার ইনচার্জ জনাব খান মোহাম্মদ শাহরিয়ার এর কাছে প্রশ্ন করা হলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় কোনো মামলা হয়নি বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.