|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ড. জালাল আলমগীর স্মৃতি মিনি ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় ড. জালাল আলমগীর শুভ স্মৃতি মিনি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ফুটবল টূর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। খেলাটি উদ্বোধক করেন,পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী।
৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. মোস্তফা প্রধানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রত্যাশী অ্যাড. হেলাল উদ্দিন। তিনি বলেন, কচুয়ার অভিভাবক একজন,তিনি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। কচুয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র পক্ষে কাজ করে যাবো। তিনি আরো বলেন, খেলাধুলা যুবকদের অসামাজিক কাজ থেকে বিরত রাখে। মহামারী করোনায় এ ক্লান্তিলগ্নে সীমিত পরিসরে এ অঞ্চলে এমন একটি খেলার আয়োজন করায় আমি সকলকে ধনবাদ জানাই এবং ভবিষ্যতে সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানাই।
বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন,সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুর রহমান, সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক নাছির উদ্দিন,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুল ইসলাম,ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক রুবেল আহমেদ,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। এসময় বিভিন্ন এলাকার ক্রিয়া প্রেমী দর্শক ও এলাকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ড.. জালাল আলমগীর শুভ স্মৃতি মিনি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করছেন অ্যাড. হেলাল উদ্দিন সহ অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.