|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
২৪ বছর পর এমপি তুহিনের নেতৃত্বে নান্দাইল পৌরসভার নতুন কার্যালয়ের উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে ও পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়ার অকান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা ভাড়া অফিস ত্যাগ করে নিজস্ব নতুন কার্যালয়ে আগমন ঘটেছে। শুধু তাই নয় তাঁেদর হাত ধরে উক্ত পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এতে নান্দাইল পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর অফিসের কর্মকর্তা, কর্মচারীগণ সহ পৌরবাসীদের মনে যেন নতুন আনন্দ বিরাজ করছে। বৃহস্পতিবার বিকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পৌরসভার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। উদ্বোধনপূর্ব জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া পৌর কাউন্সিলর শাহীনুর আলম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক বাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাভলু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য তাঁর বক্তব্যে প্রথম শ্রেণীতে উন্নীত নান্দাইল পৌরসভাকে পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজাঁতে ও পৌরবাসীর সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা সহ সবধরনের সুবিধা নিশ্চিত করতে নতুন করে আরো পৌনে চারশত কোটি টাকা বরাদ্দ রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া পৌরসভাকে আরো নান্দানিক করতে মিনি বিনোদন পার্ক, ওয়াই ব্রীজ নির্মাণ, সুপার ড্রেনেজ ও পানি সাপ্লাইয়ের ব্যবস্থা সুনিশ্চিত করার কাজ চলমান রয়েছে বলে জানান। এছাড়া তিনি আরও বলেন, শুধু পৌরসভায় নয় ২০১৪ সনে নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলার ১৩টি ইউনিয়নে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার, বৈদ্যুতিক খাত সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন আজ দৃশ্যমান। যা নান্দাইলবাসীই তাঁর একমাত্র স্বাক্ষী। তাই বর্তমান আওয়ামীলীগ সরকারের পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহব্বান জানান। এসময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.