|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ’র অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫ নং মহামায়া ইউপিস্থ চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ'র অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে চাঁদগাজী হাই স্কুল মাঠে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র ইকবাল হোসেন রতন'র সঞ্চালনায় এবং মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র স্কুলের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ'র অধ্যক্ষ তাহেরা বেগম, প্রধান সমন্বয়ক জাকির হোসেন সোহাগ। আমন্ত্রিত অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পরশুরাম) সার্কেল সোহেল পারভেজ, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, সাবেক শিক্ষক মোস্তফা কামাল, সাবেক ছাত্র নুরুল করিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র মাস্টার আবুল কালাম, সোহেল মোস্তাক, নজরুল ইসলাম শামীম, জাহেদুল ফয়জুল্লাহ্ সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে চাঁদগাজী স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক ছৈয়দের রহমানকে (মরণোত্তর), প্রাক্তন প্রধান মৌলভী মাওলানা বশির উল্যাহ্ (মরণোত্তর), প্রাক্তন সিনিয়র শিক্ষক মুন্সি আবু তৈয়ব (মরণোত্তর), প্রাক্তন সিনিয়র শিক্ষক ছানা উল্যাহ্ (মরণোত্তর), প্রাক্তন সিনিয়র শিক্ষক আবুল কালাম (মরণোত্তর), প্রাক্তন সিনিয়র শিক্ষক আবদুল হালিম মজুমদার (মরণোত্তর), প্রাক্তন সিনিয়র শিক্ষক ওবায়দুল হক চৌধুরী (মরণোত্তর) ও প্রাক্তন সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামালকে চাঁদগাজী স্কুল এন্ড কলেজ'র প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রতিজনকে ১০ হাজার টাকার প্রাইজ বন্ড, পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ ও শাল সহ সম্মাননা ২০২১ ক্রেষ্ট তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদগাজী স্কুল এন্ড কলেজ'র গভর্নিং বডির সদস্যবৃন্দ ও প্রাক্তন, বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.