|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে প্রয়াত বীরপ্রতীক মুক্তিযোদ্ধা সালাম ভূইয়ার স্মরনে শোক সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইলে আলোকিত মানুষ ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরপ্রতীক মুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভূইয়ার স্মরনে মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত উক্ত শোক সভার সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন। কমিটির সাধারন সম্পাদক প্রভাষক কামরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌরসভা মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভ্ইুয়ার স্মৃতিচারন করেন। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মাজহারুল হক ফকির, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুব উন্নয়ন কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান মো. ফয়েজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, মুক্তিযোদ্ধার সন্তান আহসান কাদের মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সালাম প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের প্রস্তাব মোতাবেক নান্দাইলের মুক্তিযোদ্ধাদের ছবি সহ একটি স্মরণিকা (পুস্তক) প্রকাশের বিষয়টি সংসদ সদস্য গুরুত্বসহকারে গ্রহন করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এছাড়া নান্দাইলের তিনজন বীর প্রতীক মুক্তিযোদ্ধার স্মরনে একটি স্মৃতিস্মারক নির্মাণ করার ঘোষণা প্রদান করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.