ফেনীর ছাগলনাইয়া বিভিন্ন সরকারী প্রকল্প পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে ছাগলনাইয়া উপজেলাধীন উত্তর কুহুমা কালামিয়া বাড়ি সংলগ্ন রাস্তা, উত্তর কুহুমা বাইতুন নূর মাদ্রাসা, ঘোপাল গুচ্ছ গ্রাম, রাধানগর ইউনিয়ন পরিষদ ও ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আবু সেলিম জানান, আমি যতটুকু প্রকল্প দেখেছি সন্তোষজনক মনে হয়েছে। শেষে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে এসে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়ন নিয়ে শিক্ষক শিক্ষিকার সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম, জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্টেট রজত বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রউফ ভুঁইয়া।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হলে অত্র বিদ্যালয়ের বিএনসিসি, স্কাউট দল তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মোজাহারুল ইসলাম মুসা, কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, যুবলীগ নেতা নুরুল আলম লিটন সহ সাংবাদিকবৃন্দ।