|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে সরকারি সম্পতিতে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হাশেম মোল্লা বিরুদ্ধে- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ সেপ্টেম্বর, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর চৌরাস্তায় রাঢ়িখাল ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাশেম মোল্লার বিরুদ্ধে
সরকারি সম্পতিতে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যে বালাশুর গ্রামের মৃত মোহর আলী বেপারীর স্ত্রী মেহেরুন নেছা (৭২), ১৭৫৩,১৭৫৪,১৭৫৫ দাগ জেলা পরিষদ কাছ থেকে লীজ আনে।
একই গ্রামের জহের মোল্লার ছেলে হাশেম মোল্লা গং মেহেরুন নেছার জায়গায় জোর করে দোকান ঘর নির্মাণ করছে।
এ বিষয় হাশেম মোল্লা বলেন, আপনারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা উত্তম কুমার সাহার সাথে যোগাযোগ করেন।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম কুমার সাহা'র কাছে জানতে চাইলে, তিনি বলেন আমি কোন টাকা পয়সা পাইনি, হাশেম মোল্লা বলেছে তিনি তার নিজস্ব জায়গায় দোকান ঘর নির্মাণ করেছে। তার ছেলে সকালে এসে ছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.